চেঙ্গী দর্পন প্রতিবেদক , বিজয়নগর , ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে বাংলাদেশ স্থল সেনার ব্যবহৃত সরজামাদি উদ্ধার করছে বিজয়নগর থানা পুলিশ।
২০শে জানুয়ারি শনিবার বিকাল ৩ টার সময় মির্জাপুর এলাকায় ইয়াকুব আলী চৌধুরী রোডের সংলগ্নে দক্ষিণ পার্শ্বে পুকুর থেকে সরাঞ্জামাদির বস্তাটি উদ্ধার করা হয়।
সরজমিনে জানা যায়, মুখ বাধা বস্তাটি আচমকাভাবে ভেসে উঠলে, স্থানীয় জনগণ ভীত হয়ে বিজয় নগর থানা পুলিশকে খবর দেন। বিজয় নগর থানার অফিসার ইনচার্জ আসাদুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে এ বস্তা উদ্ধার করেন।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ আসাদুল ইসলাম বলেন, স্থানীয়দের খবরে আমি নিজেই ঘটনাস্থল পুকুরে গিয়ে ভেসে থাকা বস্তা উদ্ধার করি। বস্তার মুখ খুলে বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবহৃত ৫টি পিটু, ১টি ব্যাগ, ২টি হেলমেট, ২টি বেল্ট, ১টি ক্যাপ, ৫টি রেংক ব্যাজ, ৫টি নেইমপ্লেট যাহাতে মহসিন নামটি লেখা, ১টি প্রসেস যাহাতে ক্যাপ্টেন মহসিন নামটি লেখা, ৩টি কেমোফ্লাগ ক্রিম, ১টি ব্যাজ, ২ জোড়া পিটি সু, ১টি টেপসাদৃশ সরঞ্জামাদি পাওয়া যায়। তবে আমাদের প্রাথমিক ধারণায় হয়তো কোন ব্যক্তি অসৎ উদ্দেশ্যে এসব ব্যবহার করত।