বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দিন; ওয়াদুদ ভুইয়া

স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
ফ্যাসিস্টদের ভয়ে একসময় আপনারা মন খুলে কথা বলতে পারেন নাই। সভা সমাবেশে আসতে পারেন নাই। ১৭ বছরের সেই ভয়কে জয় করে ২৪এর ছাত্র জনতার আন্দোলনে আমরা ২য় স্বাধীনতা পেয়েছি। ফ্যাস্টি হাসিনা ও তার দোসররা আজ এলাকা ছাড়া হয়েছে। তাদেরকে কেউ হামলা মামলা করে নাই ।নিজেদের অপকর্মের ভয়েই তারা পালিয়েছে। বিএনপি-র কোন নেতা কর্মী অন্যায় করলে সাথে সাথে আমাদের বলুন । স্বৈরাচারের আমলে গুচ্ছগ্রাম প্রকল্প চেয়ারম্যানরা ঘুষ দিয়ে চেয়ারম্যান হয়ে সাধারণ মানুষদের ঠকিয়েছে। কোন নেতাকর্মী যদি অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হয়, আমরা দলীয় ভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিবো। গনতান্ত্রিক উপায়ে আমরা আপনাদের সেবা করতে চাই। আগামী জাতীয় নির্বাচনে শহিদ জিয়ার আদর্শের দল বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দিন। আমরা নির্বাচিত হলে পাহাড়ে নিয়োগ বানিজ্য, ঘুষ বানিজ্য সকল বৈষম্য শেষ করবো।
১৮ মার্চ ২০২৫ ,মঙ্গলবার বিকালে উপজেলার উল্টাছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা বিএনপি-র সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিমের সঞ্চালনায় জেলা বিএনপি-র সহ সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল মালেক মিন্টু, মোঃ মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রব রাজা, উপজেলা বিএনপির সিনিঃ সহ সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, যুগ্ন সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, ৫নং উল্টাছড়ি ইউপি সভাপতি মোঃ আবুল হোসেন প্রমুখ।ইফতার শেষে জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পরিদর্শন ও পানছড়ি দেবালয় মন্দিরে শ্রীকৃষ্ণের পঞ্চম দোলযাত্রা উপলক্ষে মহোৎসব ও ষোড়শ প্রহরব্যাপী মহানামযজ্ঞ ও ভাগবত লীলা প্রদর্শনীর পরিদর্শন করেন। এ সময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলের সহযোগীতা কামনা করেন। একই সাথে মসজিদ মন্দির উন্নয়নে পাশে থাকবেন বলে আস্বস্থ করেন।
ইফতার ও দোয়া মাহফিলে বিএনপি ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও কয়েক হাজার লোক অংশ নেয়।