Breakingপার্বত্য অঞ্চলবান্দরবানসারাদেশ

বান্দরবানের রোয়াংছড়িতে জুমে কর্মরত মহিলা গুলিবিদ্ধ

চেঙ্গী দর্পন প্রতিবেদক, রুমা ,বান্দরবান  :
বান্দরবানের রুমা-রোয়াংছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকা রোয়াংছড়ির তারাছা ইউনিয়নের উমেপ্রু মার্মা (৩৪) নামের এক মহিলা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। ঘন বনজঙ্গলের ভেতর জুমে কর্মরত অবস্থায় কিভাবে গুলিবিদ্ধ হয়েছে তা কেউ নিশ্চিত করতে পারেনি। অনেকের ধারণা এটি পাহাড়ের কোন সশস্ত্র গোষ্ঠীর কাজ হতে পারে।

 

১৩ জানুয়ারী ২০২৫ ,সোমবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে তারাছা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের হেমাগ্রী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

গুরুতর আহত উমেপ্রু মার্মা ওই এলাকার চশৈপ্রু মার্মার মেয়ে এবং বান্দরবান সদরের করুণাপুর পাড়া নিবাসী রোমেল তঞ্চগ্যার স্ত্রী। জানা যায় বাবার বাড়ি বেড়াতে এসে বাবার জুমে কাজ করতে গিয়ে গুলিবিদ্ধ হন ।

 

রোয়াংছড়ি থানার উপ-পরিদর্শক সুভ্র মুকুল চৌধুরী নিশ্চিত করেন, এক মার্মা মহিলা গুলিবিদ্ধ হয়েছে। বান্দরবান সদর হাসপাতালে জরুরী প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানা যাবে।

 

আহত মহিলার আপন ছোট ভাই ক্যচিংনুং মার্মা জানান, তার বোন (উমেপ্রু মারমা) গতকাল বালাঘাটা স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন। সকালে পাড়ার পাশে জুম ক্ষেতে কাজের সময় পেটের বাম পাশে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। চিৎকার শুনে আশেপাশের লোকজন উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়।

 

তারাছা ইউনিয়নের চেয়ারম্যান উনুমং মার্মা বিষয়টি নিশ্চিত করে বলেন, হেমাগ্রী পাড়ায় এক মার্মা মহিলা সকালে গুলিবিদ্ধ হয়েছেন। তাকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কিভাবে কার দ্বারা গুলিবিদ্ধ হয়েছে তা জানা যায়নি।

Related Articles

Back to top button