খাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

বাত্রিকস ভাইবোনছড়া উপ-আঞ্চলিক শাখা’র সভাপতি অঞ্জন মোহন ত্রিপুরা,সম্পাদক গহেন্দ্র লাল

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ ভাইবোনছড়া উপ-আঞ্চলিক শাখার ৪র্থ কাউন্সিল অধিবেশন ও ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

১৫মার্চ ২০২৪ শুক্রবার সকালে খাগড়াছড়ি জেলা সদরস্থ ভাইবোনছড়া ইউনিয়নের গাছবান উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ উপলক্ষ্যে আলোচনা সভা ও সংগঠনের কার্যক্রম সম্পর্কে তথ্য উপস্থাপন অনুষ্ঠিত হয়। এ সময় ভাইবোনছড়া উপ-আঞ্চলিক শাখা’র সভাপতি অঞ্জন মোহন ত্রিপুরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য খোকনেশ্বর ত্রিপুরা ।

সভা সঞ্চালনা করেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ খাগড়াছড়ি সদর আঞ্চলিক শাখা’র সাংগঠনিক সম্পাদক ধনেশ্বর ত্রিপুরা।

 

প্রধান অতিথি’র বক্তব্যে খোকনেশ্বর ত্রিপুরা বলেন,যুগের সাথে তাল মেলাতে হলে লেখাপড়া ছাড়া কোন উপায় নেই। লেখাপড়া ছাড়া টিকে থাকতে পারবেনা। স্মার্ট বাংলাদেশের সাথে তাল মেলাতে হলে আমাদেরকে লেখাপড়ায়,জ্ঞানে গুণে,চাল চলনে স্মার্ট হতে হবে। আমাদেরকে অবশ্যই স্মার্ট জাতি হিসেবে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেন তিনি।

 

আলোচনা সভার পরপরেই ভাইবোন ছড়া উপ-আঞ্চলিক শাখা’র নব-নির্বাচিত ১১সদস্য বিশিষ্ট কমিটি’র নাম ঘোষণা করা হয়। (২০২৪ -২০২৬খ্রি:) তিন বছর মেয়াদী নব-নির্বাচিত কমিটিতে অঞ্জন মোহন ত্রিপুরা-কে সভাপতি হিসেবে, গলেন্দ্র লাল ত্রিপুরাকে সহ-সভাপতি, গহেন্দ্র লাল ত্রিপুরা-কে সাধারণ সম্পাদক, যুগ্ম-সাধারণ সম্পাদক মানস কান্তি ত্রিপুরা, কালাচান ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক, তর্ন জ্যোতি ত্রিপুরা-কে অর্থ সম্পাদক,দলেন ত্রিপুরা-কে দপ্তর সম্পাদক,নেভি ত্রিপুরা-কে মহিলা বিষয়ক সম্পাদক, তপন কুমার ত্রিপুরা-কে ধর্ম-সমাজকল্যাণ, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক, মিতালী ত্রিপুরা ও তিশা ত্রিপিরা-কে নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত করে ১১ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়।

 

 

এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ খাগড়াছড়ি সদর আঞ্চলিক শাখা’র সহ-সভাপতি পরিমল ত্রিপুরা,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক খোকন বিকাশ ত্রিপুরা,ভাইবোনছড়া ইউপি সদস্য পূর্ণ ভূষণ ত্রিপুরা,ইউপি সদস্য শ্যামল কান্তি ত্রিপুরা,গোলাবাবাড়ী ইউপি সদস্য মিলি ত্রিপুরাসহ আরও অনেকে।

 

Related Articles

Back to top button