Breakingচট্টগ্রাম অঞ্চলসারাদেশ

বাজার নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রীর পদক্ষেপ গ্রহণ করা উচিৎ ছিল ; নজিবুল বশর এমপি

চেঙ্গী দর্পন প্রতিবেদক, ফটিকছড়ি , চট্টগ্রাম  :
বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দেয়ায় বাণিজ্য মন্ত্রী টিপু মুনসির পদক্ষেপ গ্রহণ করা উচিৎ বলে মনে করেন ফটিক ছড়ি থেকে নির্বাচিত সংসদ সদস্য ও তরীকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।

 

তিনি বলেন, আমেরিকা সহ পশ্চিমা বিশ্ব বিএনপির পক্ষে অবস্থান নেয়নি, কৌশলগত কারণে তারা সরকারকে চাপে রাখতে চাচ্ছে, এ নিয়ে বিএনপি ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে।

১৯ সেপ্টেম্বর ২০২৩ মঙ্গলবার দুপুরে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

এতে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান হোসাইন মোঃ আবু তৈয়ব, উপজেলা নির্বাহী অফিসার সাব্বির রাহমান সানি, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, নাজিরহাট পৌর সভার মেয়র এ কে জাহেদ চৌধুরী, টিএইচও ডাঃ আরেফিন আজিম,ইউপি চেয়ারম্যান সোয়েব আল সালেহীন, প্রেসক্লাব সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশী, ডা. জয়নাল মুহুরী, ডা. আবদুল্লাহ আল মামুন, ওমর ফারুক, কৃষ্ণা প্রভা দেবী ও শাহনাজ পারভীন প্রমূখ।

Related Articles

Back to top button