পার্বত্য অঞ্চলরাঙ্গামাটিসারাদেশ

বাঘাইছড়িতে বিজিবি-র শিক্ষা সামগ্রী বিতরণ

চেঙ্গী দর্পন প্রতিবেদক, বাঘাইছড়ি ,রাঙামাটি  :
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বর্ডারগার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন ।

 

২৯ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে  কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল, মারিশ্যা সরকারী প্রাথমিক বিদ্যালয়, মুসলিম ব্লক সরকারী প্রাথমিক বিদ্যালয়, বাঘাইছড়ি মুখ সরকারী প্রাথমিক বিদ্যালয়, পতেঙ্গাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আয়নামতি আজিজ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের মাঝে এসব শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। শিক্ষা সামগ্রী বিতরণ এর সময় মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষা সামগ্রী বিতরণ  এর পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র ছাত্রীদের পড়াশোনা ও শারিরীক অবস্থার খোঁজ খবর নেয়া হয়েছে।

 

এ সময় বিজিবির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। বিজিবি জানায়  মারিশ্যা জোনের নিরাপত্তার পাশাপাশি স্থানীয় জনগণের পাশে থেকে মারিশ্যা জোন জনসেবা মূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং পর্যায়ক্রমে জোনের দায়িত্বপূর্ণ এলাকার অন্যান্য বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জোন কমান্ডার আশাবাদ প্রকাশ করেন।

Related Articles

Back to top button