বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণে রামগড় থানায় কেক কেটে আনন্দ উদযাপন
চেঙ্গী দর্পন প্রতিবেদক , রামগড় (খাগড়াছড়ি) : খাগড়াছড়ির রামগড় থানার উদ্যেগে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তি উপলক্ষে আলোচনা সভা ও কেক কেটে আনন্দ উদযাপন করা হয়েছে।
রবিবার (৭ মার্চ) বিকেল ৩ টায় রামগড় থানা হল রুমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চ ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে ভিডিও চিত্র প্রদর্শন শেষে কেক কেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রামগড় থানা অফিসার ইনচার্জ মো: সামসুজ্জামান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. মনিউজ্জামান। উপজেলা নির্বাহী অফিসার মু. মাহমুদ উল্যাহ মারুফ, ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তফা হোসেন, সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন ।