Breakingঅপরাধচট্টগ্রাম অঞ্চলসারাদেশ

বাঁশখালীতে দেশীয় অস্ত্র সহ একজন আটক

চেঙ্গী দর্পন প্রতিবেদক, বাঁশখালী , চট্টগ্রাম :
চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ মো. ফারুক (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে বাঁশখালী থানা পুলিশ।

 

শুক্রবার (২৪ মার্চ) সকাল ৮’টার দিকে বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের ডেবা পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি বন্দুক, ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। আটক মো. ফারুক সরল ইউনিয়নের ১নং ওয়ার্ড পশ্চিম সরল ডেবা পাড়া এলাকার  আনোয়ারুল ইসলামের ছেলে।

 

অভিযান সুত্রে জানা যায়, মো. ফারুক সরলসহ উপকূলীয় এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাঙ ও অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে সাধারণ মানুষের উপর অত্যাচার চালাত। শুক্রবার সকালে অস্ত্রসহ সরল ডেবা পাড়া এলাকায় তার বাড়িতে অবস্থানের খবর পেয়ে বাঁশখালী থানার এস আই মং থোয়াই হ্লা চাকের নেতৃত্বে অভিযান চালায় থানা পুলিশের একটি দল। পরে বাড়ির ভিতর থেকে একটি দেশীয় তৈরি বন্দুক, ও দুই রাউন্ড কার্তুজসহ তাঁকে আটক করা হয়।

 

বাঁশখালী থানার (ওসি) মো. কামাল উদ্দীন পিপিএম বলেন, বাঁশখালীর সরলে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি বন্দুক, ও দুই রাউন্ড কার্তুজসহ মো. ফারুক নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

Related Articles

Back to top button