Breakingচট্টগ্রাম অঞ্চলসারাদেশ

বাঁশখালীতে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

চেঙ্গী দর্পন প্রতিবেদক,বাঁশখালী,চট্টগ্রাম  :
চট্টগ্রামের বাঁশখালীতে ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ বিতরণ করা হয়।

 

 

৩১ অক্টোবর ২০২৩ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার ।

 

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াদ হোসেন, ছনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হারুনুর রশিদ, সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সালাহ উদ্দীন কামাল, খানখানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জসিম হায়দার, শীলকূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কায়েস সরওয়ার সুমন, শেখেরখীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদুল আলম, কাথরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইবনে আমিন, উপ সহকারী প্রকৌশলী লিপটন ওম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রিয়াদ হোসেন জানান, বাঁশখালীতে ঘূর্ণিঝড় হামুনে ৩ শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১ বান্ডিল ঢেউটিন ও ৩ হাজার টাকার চেক বিতরণ করা হয় বলে জানান।

Related Articles

Back to top button