Breakingদুর্ঘটনাপার্বত্য অঞ্চলবান্দরবান

বড় মদক এলাকায় আগুনে পুড়লো ২ পরিবারের বাড়ি

স্টাফ রিপোটার, থানচি,বান্দরবান :
বান্দরবানের থানচি উপজেলার মায়ানমার সীমান্ত ঘেঁষা বড় মদক এলাকার ভয়াবহ অগ্নিকান্ডে দুই পরিবারের সহায় সম্বল সব হাড়িয়ে নিঃস্ব হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।

 

১০ ফেব্রুয়ারী ২০২৫,সোমবার দুপুরে রেমাক্রী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে বড় মদক এলাকায় শ্রীমোহন ত্রিপুরা পাড়ায় ভাত রান্না করার সময় চুলা আগুন থেকে আগুনের সূত্রপাত হয়ে জন বাহাদুর ত্রিপুরা(৩০), লাল বাহাদুর ত্রিপুরা (৩৫)’র ভয়াবহ অগ্নিকান্ডে দুই ত্রিপুরা পরিবারের ঘর পুড়ে যায়।

 

রেমাক্রী ইউপি  বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের সমন্বয়ক মংমে মারমা ও ইউপি চেয়ারম্যান মুইশৈথুই মারমা রনি এ তথ্য নিশ্চিৎ করেন। চেয়ারম্যান ও সমন্বয়ক জানান, ঘরের থাকার ধান,নগদ টাকা, ভোটার আইডি কার্ড, জন্মনিবন্ধন কার্ড, কাপড় চোপর,বই সহ প্রায় ৬ লক্ষাধিক টাকার মূল্যে ক্ষতিগ্রস্ত হয়েছে।

Related Articles

Back to top button