Breakingরাজনীতিসারাদেশ

ফেনীতে বিএনপি নেতা মজনুর কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার,ফেনী:
জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ফেনী-১ আসনের নির্বাচনি এলাকা ফুলগাজী, ছাগল নাইয়া ও পরশুরাম উপজেলায় দশ হাজার দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’’র আহবায়ক ও ফেনী-১ এর সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু।

 

৩০ ডিসেম্বর, ২০২৪, সোমবার সকালে ফুলগাজী বেগম খালেদা জিয়া মহিলা কলেজ ও দুপুরে পরশু রামের ধনীকুন্ডা বাজারে, বিকেলে ছাগলনাইয়া উপজেলার আদালত পাড়া ও শুভপুরে শীতবস্ত্র বিতরণ করা হয়।বিকেলে ছাগলনাইয়া পাড়ায় পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব ইউসুফ মজুমদারের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী মনির আহাম্মদ খোকনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ, জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য আবদুল্লাহ চৌধুরী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য জালালউদ্দিন মজুমদার, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ডেনমার্ক বিএনপির সভাপতি গাজী মনির আহাম্মদ, ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব নুর আহাম্মদ মজুমদার, সদস্য সচিব মোঃ আলমগীর বিএ, সিনিয়র যুগ্ম আহবায়ক কপিল উদ্দিন সরকার, যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা মশিউর রহমান খোকন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক  নাছির উদ্দীন খন্দকার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইদুর রহমান জুয়েল,জেলা ছাত্র দলের সভাপতি মোর্শেদ আলম মিলন, উপজেলা যুবদলের আহবায়ক কাজী জসিম উদ্দিন, যুগ্ম আহবায়ক আবদুল মমিন ভূঁইয়া, পৌর যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন, যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাফর হোসেন মজুমদার, সদস্য সচিব দেলোয়ার হোসেন রাজিব, উপজেলা শ্রমিক দলের সভাপতি মুন্সি শহীদ উল্লাহ, উপজেলা ছাত্র দলের আহবায়ক মোহাম্মদ নাদিম উদ্দিন ও সদস্য সচিব ইব্রাহিম মিয়াজী নয়ন প্রমূখ।বিকেল স্হানীয় শুভপুর রাস্তার মাথায় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এনামুল হকের সভাপতিত্বে ও বিএনপি নেতা আইয়ুব খানের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ উপলক্ষে ইউনিয়ন বিএনপি আয়োজিত এক সমাবেশ বিএনপি নেতা রফিকুল আলম মজনু প্রধান অতিথির বক্তব্য রাখেন।

 

এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’’র আহবায়ক ও ফেনী-১ এর সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু বলেন, আমার দায়িত্ব এ আসনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতিনিধিত্ব করা। আমাকে এমপি নির্বাচিত হতে হবে এমন কোনো কথা নেই। আমাদের মা খালেদা জিয়াকে আমরা নির্বাচিত করবো। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।

 

পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক নজরুল ইসলাম জাহাঙ্গির’র সভাপতিত্বে চিথলিয়ায় কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব।ফুলগাজী বেগম খালেদা জিয়া মহিলা কলেজে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন, সঞ্চালনা করেন সদস্য সচিব আবুল হোসেন। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button