Breakingচট্টগ্রাম অঞ্চলশীর্ষ সংবাদসারাদেশ

ফেনীতে এক সাংবাদিককে কোমরে রশি বেঁধে আদালতে সোপর্দের প্রতিবাদে মানববন্ধন

চেঙ্গী দর্পন ,স্টাফ রিপোর্টার, ফেনী : ফেনীতে মিথ্যা মামলায় সাংবাদিক এসএম ইউসুফ আলীকে গ্রেপ্তারের পর কোমরে রশি বেঁধে আদালতে সোপর্দ করার প্রতিবাদে মানববন্ধন করেছে গণমাধ্যম কর্মীরা।

 

২৩ নভেম্বর ২০২২ বুধবার দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মানব বন্ধনে অতি উৎসাহী পুলিশ ও পুলিশ-সাংবাদিক ঐক্য বিনষ্টকারী কর্মকর্তাদের ফেনী থেকে প্রত্যাহারের দাবী জানান সাংবাদিক নেতারা।

বক্তারা বলেন, ফেনীর সাবেক পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকারের দেয়া গায়েবি মামলায় স্থানীয় সাংবাদিক এসএম ইউসুফ আলীকে গ্রেপ্তার করে দাগনভূঞা থানা পুলিশ। আটকের পর তাকে একের পর এক মানসিক হেনস্তা করতে থাকে পুলিশ সদস্যরা। ঘুম থেকে তুলে তাকে টেনে-হেছড়ে থানায় নিয়ে আসার সময় প্যান্ট পরার সুযোগও দেয়া হয়নি।

 

পরে গত মঙ্গলবার দুপুরের পর তাকে কোমরে দড়ি বেঁধে হাতে হ্যান্ডক্যাপ লাগিয়ে অপমান জনক অবস্থায় আদালতে সোপর্দ করা হয়।

মানববন্ধনে সাংবাদিকরা পুলিশের উদ্দেশ্যে বলেন, আপনার কাছে ওয়ারেন্ট রয়েছে, সেজন্য যে কাউকে আপনি গ্রেপ্তার করতে পারেন। তবে তাকে ব্যক্তিগত ভাবে চোর, ডাকাত কিংবা দণ্ডপ্রাপ্ত আসামীর মত কোমরে দড়ি বেঁধে আদালতে সোপর্দ করে সাংবাদিকতা পেশাকে অবজ্ঞা করা হয়েছে।

বক্তারা দাগনভূঞাঁ থানার ওসি হাসান ইমাম সহ অতি উৎসাহী পুলিশ কর্মকর্তাদের ফেনী থেকে প্রত্যাহারের জোর দাবি করেন। ২৪ ঘণ্টার মধ্যে তাদের প্রত্যাহার করা না হলে সাংবাদিকরা আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন অন্যথায় পুলিশের সকল ধরনের নিউজ বর্জন করা হবে। বক্তারা সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত গায়েবী মামলা গুলো প্রত্যাহার করার জোড় দাবি জানান।

জেলায় কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে অনুষ্ঠিত মানববন্ধনে দৈনিক স্টার লাইনের সহযোগি সম্পাদক জসিম মাহমুদের সভাপতিত্বে ও দৈনিক ডিজিটাল সময়ের প্রধান সম্পাদক নিজাম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার শাহ জালাল রতন, ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ কেএম আবদুর রহীম, ডিবিসি নিউজ প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, আর টি ভি প্রতিনিধি আজাদ মালদার, উদয় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এম এ সাঈদ খান, এ টিএন নিউজ প্রতিনিধি দিদারুল আলম, সময় টিভির স্টাফ রিপোর্টার আতিয়ার সজল, এসএ টিভির প্রতিনিধি মাইনুল রাসেল, যমুনা টিভির প্রতিনিধি আর এম আরিফুর রহমান, স্বদেশ পত্র সম্পাদক এনএন জীবন, নিউজ টুয়েন্টি ফোর’র জেলা প্রতিনিধি নজির আহমদ রতন, দৈনিক মানব জমিন’র জেলা প্রতিনিধি নাজমুল হক শামীম, ফেনী সমাচার সম্পাদক মুহিব বুল্লাহ ফরহাদ, ফেনী সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ সৈয়দ মনির, দৈনিক নয়াশতাব্দীর জেলা প্রতিনিধি আলী হায়দার মানিক, দৈনিক স্টার লাইন বার্তা সম্পাদক নুর উল্লাহ কায়সার, ইউথ জার্নালিস্ট ফোরাম জেলা সাধারণ সোলায়মান হাজারী ডালিম, দৈনিক প্রভাত আলোর নির্বাহী সম্পাদক সৌরভ পাটোয়ারী, দেশরূপান্তর প্রতিনিধি শফি উল্যাহ রিপন, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি মুহাম্মদ মিজানুর রহমান, স্বদেশ কন্ঠ সম্পাদক নুর তানজিলা রহমান, আঁচল সম্পাদক শাহিদা সাম্য লীনা, হকার্স সম্পাদক তারেক মজুমদার, মোহনা টিভি প্রতিনিধি তোফায়েল আহমেদ নিলয়, গ্লোবাল টিভি জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, দৈনিক অগ্রসর প্রতিনিধি গাজী হানিফ, দৈনিক আমার কাগজের জেলা প্রতিনিধি আলাউদ্দিন, দৈনিক ফেনীর সময় স্টাফ রিপোর্টার রাসেল চৌধুরী সহ মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করেন।

এদিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত বুধবার এস এম ইউসুফ আলীর মামলায় জামিন আবেদন মন্জর করেন।

Related Articles

Back to top button