ফরিদগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে অবৈধ জাল ধ্বংস
চেঙ্গী দর্পন প্রতিবেদক, ফরিদগঞ্জ, চাঁদপুর : জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইনের আওতায় ফরিদগঞ্জে ডাকাতিয়া নদী ও উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতে অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ জুলাই ২০২২ ) সকাল ৯ টা থেকে বিকাল ২টা পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ইং উপলক্ষে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইনের আওতায় ফরিদগঞ্জ এর বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে গল্লাক বাজারে সিএন্ডবি বেরি সংলগ্ন বিল হতে ৫ হাজার মিটার কারেন্ট জাল,২৪ টি চায়না জাল, ৫ টি চট জাল,১ টি ভেসাল জাল ১ মাইল লম্বা ঘের এর বাঁধ উচ্ছেধ ও বিনস্ট করা হয়।
উপজেলা নির্বাহি কর্মকর্তা তাসলিমুন নেছা,মৎস্য কর্মকর্তা মোসা ফারহানা আক্তার সহ ইউপি চেয়ারম্যান, মেম্বার, পুলিশ সদস্যবৃন্দ ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় উপস্থিত থেকে জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে অবৈধ কারেন্ট জাল ধ্বংস করে।