Breakingচট্টগ্রাম অঞ্চলসারাদেশ

ফটিকছড়ির সড়কের গাছ রাক্ষুসেদের পেটে

ফটিকছড়ি , চট্টগ্রাম  :
ফটিকছড়িতে রাতের আঁধারে সড়কের গাছ কাটা যেন থামছেই না। রাতের আঁধারকে কাজে লাগিয়ে একেক দিন একেক সড়কের গাছ কেটে নিয়ে যাচ্ছে প্রভাবশালীরা রাক্ষুসেরা। উপজেলায় সড়কের গাছ কাটায় তৎপর, এমন বেশ কয়েকটি সিন্ডিকেটের অস্থিত্ব খুঁজে পাওয়া গেছে। এসব রাক্ষুসেদের পেছনে রয়েছে ক্ষমতাসীন ও বিরোধী দলের স্থানীয় কতিপয় নেতা।

 

দীর্ঘদিন ধরে সড়কের ধারে রোপিত গাছ কেটে চড়া দামে বিক্রি করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে সিন্ডিকেটের গাছখেকো রাক্ষুসেরা । অন্যদিকে, সড়কের গাছ নির্বিচারে কেটে নিয়ে যাওয়ার ফলে পরিবেশের ভারসাম্য যেমন নষ্ট হচ্ছে, তেমনি ভাবে ক্ষতির সম্মুখীনে পড়েছে রাষ্ট্রীয় সম্পদ।

১ জুন,২০২৩ বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার লেলাং ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউছুপ বেকারী সংলগ্ন কর্ণফুলী চা বাগান সড়কের ধারে রোপিত ৫ টি বড় আকারের আকাশ মনি গাছ কেটে ফেলে রাখা হয়েছে। জানা গেছে সুযোগ বুঝে এসব গাছ পাশ্বর্বতী স’ মিলে নিয়ে যাবে গাছ খেকোরা।

অন্যদিকে, ২৯ এপ্রিল ২০২৩ রাতের যে কোন সময়ে নাজিরহাট- রামগড় সড়কের সুয়াবিল সাঁচি মিয়া বাড়ীর সাইনবোর্ড অংশ হতে ১৫/২০ টি গাছ কেটে নিয়ে যায় চোরের দল। এ বিষয়ে স্থানীয়দের সাথে কথা বলতে চাইলে তারা ভয়ে মূখ খুলেনি।

এদিকে, ফটিকছড়িতে একের পর এক সড়কের গাছ রাক্ষুসেদের পেটে চলে যাওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।

জানতে চাইলে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা উপজেলা এলজিইডি প্রকৌশলী তন্ময় নাথ বলেন গত মাসে নাজির হাট পৌরসভা এলাকায় সড়কের গাছ কেটে নিয়ে যাচ্ছে এমন খবর পেয়ে কর্তনকৃত গাছ জব্দ করা হয়েছিল।গত রাতে কর্ণফুলী চা বাগান সড়কের যে কয়টি গাছ কাটা হয়েছে সেগুলোর ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।

উল্লেখ্য- বিগত ৬ মাসে ফটিকছড়ি উপজেলায় একাধিক সড়কেের বিভিন্ন অংশ হতে গাছ কেটে নিয়ে যায় প্রভাব শালীরা। এ নিয়ে সংবাদ প্রচার হলেও টনক নড়েনি সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের।

Related Articles

Back to top button