Breakingঅপরাধচট্টগ্রাম অঞ্চলসারাদেশ

ফটিকছড়িতে শয়ন কক্ষ থেকে যুবকের লাশ উদ্ধার

চেঙ্গী দর্পন প্রতিবেদক,ফটিকছড়ি , চট্টগ্রাম :
ফটিকছড়িতে গলায় লুঙ্গি পেছানো অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

 

২৯ জুলাই ২০২৩, শনিবার সকালে উপজেলার পাইন্দং ইউনিয়নের দর্জি বাড়িতে নিজের শয়ন কক্ষ থেকে এ লাশ উদ্ধার করে ফটিকছড়ি থানা পুলিশ । নিহত মোহাম্মদ জুয়েল (২৭) ঐ এলাকার জনৈক ইদ্রিসের ছেলে।

 

এদিকে,নিহতের মা নূর নাহার বেগম থানায় লিখিত দিয়েছেন দেড় বছর আগে ওমান থেকে দেশে ফিরে আসে জুয়েল। আর্থিক টানাপড়েনের কারনে দিন মজুর ও ভাড়ায় সিএনজি চালানোর কাজ করতো সে। তবে কিছুদিন ধরে পূনরায় বিদেশ চলে যেতে জেদ ধরে সে। এ নিয়ে মা -ছেলের মধ্যে প্রায় সময় ঝগড়া হতো।

শুক্রবার রাত ১১ টার দিকে খাবার খেয়ে নিজের শয়ন কক্ষে ঘুমাতে যায় সে। সকালে ঘরের ভীমের সাথে লুঙ্গি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ছেলের ঝুলন্ত লাশ দেখতে মা নুর নাহার। তিনি দা দিয়ে ফাঁস কেটে লাশ নীচে নামিয়ে আনেন। চিৎকার শুনে প্রতিবেশীরা এসে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ নিযে যায়।

 

জানতে চাইলে ফটিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাসুদ ইবনে আনোয়ার বলেন শয়ন কক্ষ থেকে গলায় লুঙ্গি পেছানো অবস্থায় লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। স্বাভাবিক ভাবে প্রথমে ইডি মামলা হবে। ময়না তদন্তের রিপোর্টে হাতে পেলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

Related Articles

Back to top button