Breakingঅপরাধচট্টগ্রাম অঞ্চলসারাদেশ

ফটিকছড়িতে বালু মহালে মোবাইল কোর্টের অভিযান : বালু জব্দ

চেঙ্গী দর্পন প্রতিবেদক, ফটিকছড়ি, চট্টগ্রাম  :
ফটিকছড়িতে ড্রেজার মেশিনের সাহায্যে বালু উত্তোলন করায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

 

 

৪ ডিসেম্বর ২০২৩, সোমবার সকালে উপজেলার কাঞ্চন নগর, ইউনিয়নের লেলাং খালের বটতল এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এটিএম কামরুল ইসলাম।

 

জানা যায়, দীর্ঘদিন ধরে বালু মহালটিতে ড্রেজার মেশিনের সাহায্যে বালু উত্তোলন করছে স্থানীয় একটি চক্র। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উক্ত স্থানে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ড্রেজার মেশিন পাওয়া না গেলেও পাইপ ও ১০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।

 

অভিযানের বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) কামরুল ইসলাম বলেন অভিযান পরিচালনার সময় ড্রেজার মেশিন পাওয়া যায়নি,তবে পাইপ ও পরিত্যাক্ত অবস্থায় ১০ হাহার ঘনফুট বালু জবাদ করা হয়েছে। জব্দকৃত বালু নিলামে বিক্রি করে সমুদয় অর্থ সরকারী কোষাগারে জমা করা হয়েছে।

Related Articles

Back to top button