Breakingচট্টগ্রাম অঞ্চলরাজনীতিসারাদেশ

ফটিকছড়িতে বহিরাগত দিয়ে কেন্দ্র দখলের শঙ্কায় দুই প্রার্থী

পৃথক সংবাদ সম্মেলন

চেঙ্গী দর্পন প্রতিবেদক, ফটিকছড়ি , চট্টগ্রাম :
দ্বাদশ সংসদ নির্বাচনে ফটিকছড়ি সংসদীয় আসনে পার্শ্ববর্তী উপজেলা থেকে বহিরাগত সন্ত্রাসী এনে কেন্দ্র দখলে নিয়ে সীল মারা হতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করেছেন সুপ্রিম পার্টির চেয়ারম্যান- একতারা প্রতীকের প্রার্থী সাইফুদ্দিন মাইজভান্ডাী ও স্বতন্ত্র প্রার্থী হোসাইন মো: আবু তৈয়ব।

 

৬ জানুয়ারী ( শনিবার) বিকালে পৃথক সংবাদ সম্মেলনে উদ্বেগ প্রকাশ করে এসব কথা বলেন দুই প্রার্থী।

 

সুপ্রিম পার্টির চেয়ারম্যান- একতারা প্রতীকের প্রার্থী সাইফুদ্দিন মাইজভান্ডারি বলেন, উত্তর ফাটিকছড়ির বাগান বাজার, দাঁতমারা, নারায়ণহাট, ফটিকছড়ি পৌরসভা, ভূজপুর, পাইন্দং ও নাজিরহাট পৌরসভার অন্তত ২০ টি ভোট কেন্দ্রে দখলে।নিতে পাঁয়তারা চালাচ্ছে প্রতিদ্বন্ধী একাধিক প্রার্থী।

 

লিখিত বক্তব্যে তিনি ফটিকছড়িসহ বেশ কয়েকটি আসনে অপরাপর প্রার্থী কতৃক সুপ্রিম পার্টির নেতাকর্মীদের হয়রানি, ভয়-ভীতি প্রদর্শনের অভিযোগ তুলেন। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানোর পরেও প্রতিকার পাওয়া যায়নি বলে উল্লেখ করেন মাইজভান্ডারী।

 

অপর সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী আবু তৈয়ব বলেন, বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছি পাশ্ববর্তী রাউজান থেকে বহিরাগত এনে ভোট কেন্দ্র দখল করা হবে। ফটিকছড়ি পৌরসভায় নৌকা প্রার্থীর বিরুদ্ধে সন্ত্রাসী জড়ো করার অভিযোগ তুলেন স্বতন্ত্র প্রার্থী আবু তৈয়ব।

 

 

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরীর মন্তব্য জানতে চাইলে বলেন, এ ধরনের কোন ঘটনা যাতে না ঘটে তার জন্য প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ইমার্জেন্সি যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে আমাদের সব রকমের ব্যবস্থা রয়েছে।

Related Articles

Back to top button