Breakingচট্টগ্রাম অঞ্চলসারাদেশ
ফটিকছড়িতে প্রবাসীর উদ্যোগে দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
চেঙ্গী দর্পন প্রতিবেদক, ফটিকছড়ি , চট্টগ্রাম :
ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়নে এলাকার দুই হাজার অসহায় দুস্থদের মাঝে ব্যাক্তিগত উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করেছেন স্থানীয় মালয়েশিয়া প্রবাসী নুর মোহাম্মদ মনা।
বুধবার ১২ এপ্রিল বিকালে ইউনিয়নের হেয়াকো বাজার সংলগ্ন মাঠে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জানে আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ফটিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মধ্যে মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা,যুবলীগ নেতা জয়নাল আবেদীন,আক্কাস আলী, কামরুজ্জামান কমল, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন ,ইউপি সদস্য কামাল উদ্দিন, আব্দুল মোতালেব প্রমুখ উপস্থিত ছিলেন।