ফটিকছড়িতে পুলিশের মোটর সাইকেল মহড়া
চেঙ্গী দর্পন প্রতিবেদক, ফটিকছড়ি , চট্টগ্রাম :
ফটিকছড়িতে আইন-শৃঙ্খলা পরিবেশ সুষ্ঠ রাখার অংশ হিসেবে মোটর সাইকেলের মাধ্যমে বিশেষ মহড়া দিয়েছে ফটিকছড়ি থানা পুলিশ।
১৯ জানুয়ারি ২০২৩ বুধবার বিকালে ওসি কাজী মাসুদ ইবনে আনোয়ারের নেতৃত্বে একদল পুলিশ মোটর সাইকেল ও পিকআপ ভ্যান নিয়ে চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়ক সহ থানার বিভিন্ন এলাকায় সাইরেন বাজিয়ে এ মহড়া দেয়।
মহড়াটি থানা চত্বর থেকে শুরু হয়ে প্রথমে নাজির হাট নতুন ব্রিজ পর্যন্ত যায়। সেখান থেকে সীমান্তবর্তী উপজেলা মানিকছড়ির নয়া বাজার সহ থানা এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে।
সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল রাখতে সবার সহযোগিতা কামনা করে ওসি কাজী মাসুদ ইবনে আনোয়ার বলেন, প্রতি বছরের ন্যায় এবারও মোটর সাইকেল মহড়া অনুষ্ঠিত হচ্ছে। এর মাধ্যমে এলাকায় জঙ্গিবাদ সন্ত্রাস মাদকসহ সমাজ বিরোধী কাজ যেন চলতে না পারে সে বার্তাই দিয়ে যাই।