Breakingঅপরাধচট্টগ্রাম অঞ্চলসারাদেশ

ফটিকছড়িতে ইউপি কার্যালয়ে প্রার্থীকে বসতে দেয়ায় চেয়ারম্যানকে অর্থদন্ড

চেঙ্গী দর্পন প্রতিবেদক, ফটিকছড়ি ,চট্টগ্রাম :
ফটিকছড়িতে আচরণ বিধি লঙ্গন করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যানের চেয়ারে সংসদ নির্বাচনের প্রার্থীকে বসতে দেয়ায় সমিতির হাট ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদকে অর্থদন্ড দিয়েছে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার।

 

২৪ ডিসেম্বর ২০২৩ রবিবার সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসারও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী।

 

জানা যায়, গত ২১ ডিসেম্বর সংসদ নির্বাচনে অংশ গ্রহণকারী এক প্রার্থী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গেলে নিজের চেয়ার ছেড়ে বসতে দেন ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ। পরে চেয়ারম্যান ছবিটি ফেসবুকে পোস্ট দেন।

 

পরে বিষয়টি সহকারী রিটার্নিং অফিসারের নজরে আসলে অভিযুক্ত চেয়ারম্যানকে অর্থদন্ড প্রদান করে তাৎক্ষনিক আদায় করেন।

 

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী বলেন নির্বাচনী কাজে সরকারি অফিস ব্যবহার করা যাবেনা সমিতিরহাট ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ একজন প্রার্থীকে চেয়ারম্যানের চেয়ারে বসতে দিয়ে আচরণ বিধি লঙ্গন করেছেন। আচরণবিধি লঙ্গন করায় তাঁকে ৫ হাজার টাকা অর্থদন্ড দিয়ে তাৎক্ষণিক আদায় করা হয়েছে।

Related Articles

Back to top button