Breakingঅপরাধচট্টগ্রাম অঞ্চলসারাদেশ

ফটিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর গলার চেইন চুরি করতে গিয়ে মহিলা আটক

চেঙ্গী দর্পন প্রতিবেদক, ফটিকছড়ি , চট্টগ্রাম  :
জেলার ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর গলা থেকে স্বর্ণের চেইন চুরি করতে গিয়ে আটক হয়েছেন এক মহিলা।

 

২৭ সেপ্টেম্বর ২০২৩ , বুধবার সকাল ১১ টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোরে এ ঘটনা ঘটে।
আটক মহিলা ধুর্ত প্রকৃতির। তিনি একেক সময় একেক কথা বলছেন। বাড়ি কখনো কিশোরগঞ্জ কখনো ময়মনসিংহ বলে জানান।

 

জানা গেছে, বুধবার সকালে আউটডোরে চিকিৎসা নিতে আসা এক মহিলার গলার চেইন কৌশলে খুলে নিয়ে যাচ্ছিল আটক মহিলা। বিষয়টি লাইনে দাঁড়ানো রোগীনী টের পেয়ে চ্যালেঞ্জ করেন।পরে অন্যান্যদের সহায়তায় ঐ মহিলাকে আটক করে ফটিকছড়ি থানায় খবর দেয়া হয়। পরে পুলিশ এসে থানায় নিয়ে যায়।

 

উল্লেখ্য গত রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর আউটডোর থেকে একই কায়দায় এক মহিলার দুই ভরি ওজনের স্বর্ণের চেইন নিয়ে যায় চোরের দল। এছাড়াও রোগীর পরিধেয় স্বর্ণ চুরির ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বিগত এক বছরে তিন মহিলা চোরকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছিল। তাদের বাড়িও ছিল কিশোরগঞ্জ – সিলেট জেলায়।

 

বিষয়টি স্বীকার করে ফটিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল হুদা বলেন, আটক মহিলা হাসপাতাল থেকে স্বর্ণ চুরি চক্রের সদস্য কিনা জিজ্ঞাসাবাদ করে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

Related Articles

Back to top button