ফটিকছড়িতে সৈয়দ মুজিবুল বশর মাইজ ভান্ডারী খোঁশরোজ শরীফ শুরু
চেঙ্গী দর্পন প্রতিবেদক, ফটিকছড়ি , চট্টগ্রাম :
ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফের শাহজাদা শাহ্সুফি আলহাজ্ব মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল হাসানীর তিন দিন ব্যাপী পবিত্র খোঁশরোজ শরীর ২০ আগস্ট থেকে মহা সমারোহে শুরু হয়েছে। ২২ আগস্ট খোঁজরোজ শরীফের প্রধান দিবস।
খোঁজরোজ শরীফে অংশ নিতে ইতিমধ্যে ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে যানবাহন যোগে হাজার হাজার নারী-পুরুষ ও ভক্ত আশেকান মাইজভান্ডার দরবার শরীফে সমবেত হয়েছেন।
এ উপলক্ষে মাইজভান্ডার গাউছিয়া রহমান মঞ্জিলের পক্ষ থেকে তিনদিন ব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে রওজা শরীফে গোসল,গিলাফ ছড়ানো, পুষ্পমাল্য অর্পণ, খতমে কোরআন, খতমে গাউছিয়া, মিলাদ ও মাইজভান্ডারী দর্শন শীর্ষক আলোচনা সভা।
সমাপনী দিবস মঙ্গলবার বিকালে মাইজভান্ডার শাহী ময়দানে আখেরি মোনাজাত পরিচালনা করবেন গাউছিয়া রহমান মঞ্জিলের সাজ্জাদানশীন আলহাজ্ব সৈয়দ মজিবুল বশর আল-হাসানী আল মাইজভান্ডারী।
এতে মাইজভান্ডারী এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ফ ম জামাল উদ্দিন মাইজভান্ডারী, এম ইয়াকুব আলী মাইজভান্ডারীসহ এসোসিয়েশনের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
এদিকে, খোঁজরোজ শরীফ উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এলাকার আইন শৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন সহ সার্বিক ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে।