Breakingচট্টগ্রাম অঞ্চলদুর্ঘটনাসারাদেশ

ফটিকছড়িতে বাস – মোটর সাইকেল সংঘর্ষ

দু’জন নিহত

ফটিকছড়ি , চট্টগ্রাম :
ফটিকছড়িতে বাসের চাকায় পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন দুই মোটর সাইকেল আরোহী।

 

সোমবার (৮ মে) সকাল ১০টার দিকে উপজেলার ভূজপুর থানাধীন গহিরা-হেয়াঁকো সড়কের দাঁতমারা ইউনিয়নের ইউনুসের মাল্টাবাগান এলাকায় এ ঘটে।

 

নিহতরা হলেন দাঁতমারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড চূড়ামণি এলাকার মো. সাহাবুদ্দিন ও একই এলাকার দৌলত খান।

পথচারীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কতর্ব্যরত চিকিৎসক দৌলত খানকে মৃত ঘোষণা করে। অবস্থা বেগতিক হওয়ায় সাহাব উদ্দিনকে চমেক হাসপাতালে পাঠিয়ে দিলে পথিমধ্যে তিনিও মারা যান।

দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজের হোসাইন বলেন, খবর পেয়ে পুলিশ আশঙ্খাজনক অবস্থায় দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। ঘটনাস্থল থেকে বাসটি আটক করা হলেও চালক পালিয়ে যায়।

 

 

Related Articles

Back to top button