ফটিকছড়িতে নিখোঁজের ১৩ দিন পর শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার
চেঙ্গী দর্পন প্রতিবেদক,ফটিকছড়ি, চট্টগ্রাম :
ফটিকছড়িতে নিখোঁজের ১৩ দিন পর সেপটিক ট্যাংক থেকে বস্তাবন্দি অবস্থায় তাবাসসুম (৬) নামের এক শিশুর লাশ পাওয়া গেছে।
২৯ নভেম্বর ২০২৪,শুক্রবার সকালে উপজেলার দাঁতমারা ইউনিয়নের বড় বেতুয়া গ্রামে বস্তাবন্দি অবস্থায় লাশটি দেখতে পেয়ে পুলিশকে স্থানীয়রা।পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত ওই শিশু ওই এলাকার আমান হোসেনের মেয়ে।
জানা যায় ১৭ নভেম্বর নিজ বাড়ি থেকে নিখোঁজ হন তাবাসসুম। পর দিন ভূজপুর থানায় শিশুটির পরিবারের পক্ষ থেকে একটি নিখোঁজ ডায়েরি করা হয়। নিখোঁজের ৩ দিন পর শুক্রবার পাশের বাড়ির একটি টয়লেট থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা একরাম বলেন শিশুটি নিখোঁজের পর থেকে আমরা অনেক খোঁজাখুঁজি করেছি। ধারণা করছি এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
এ ব্যাপারে ভূজপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আরজুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনাগত ব্যবস্থা গ্রহণ করা হবে।