Breakingচট্টগ্রাম অঞ্চলসারাদেশ

প্রেমিকাকে বিয়ে করতে না দেওয়ায় প্রেমিকের আত্মহত্যা

চেঙ্গী দর্পন প্রতিবেদক, সীতাকুণ্ড , চট্টগ্রাম  :
জেলার  সীতাকুণ্ডে প্রেমিকাকে বিয়ে করতে না দেয়ায় নিজ ঘরে আত্নহত্যা করেছে এসএসসি পরীক্ষার্থী প্রেমিক। খবর পেয়ে প্রেমিকের বন্ধুরা প্রেমিকার বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে ।

 

এলাকাবাসী জানায়, চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের দক্ষিণ মহাদেবপুরের নলুয়াপাড়ার একই ক্লাসের মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে পার্শ্ববর্তী মুরাদপুর ইউনিয়নের উকিলপাড়া গ্রামের মোঃ রফিক আলমের ছেলে এসএসসি পরীক্ষার্থী শাহাদাত ইফামের । সম্প্রতি প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক হলে প্রেমিক ইফাম তাকে বিয়ে করতে পরিবারের সন্মতি চায়। কিন্তু তার পরিবার এত অল্প বয়সী ছেলেকে এখনই বিয়ে করাতে রাজি না হয়ে বকাবকি করলে পরিবারের উপর অভিমান করে বৃহস্পতিবার রাতে প্রেমিক ইফাম আত্নহত্যা করে। খবর পেয়ে পুলিশ লাশের সুরতহাল তৈরী করে পোষ্ট মর্টেমের জন্য থানায় নিয়ে যায় ।

 

অপর দিকে বন্ধুর আত্মহত্যার খবর পেয়ে ইফামের বন্ধুরা থানায় গিয়ে জড়ো হয়। পরে পরিবারের লোকজন ও বন্ধুরা লাশ ময়না তদন্ত করবে না মর্মে লিখিত দিয়ে বিনা ময়না তদন্তে বাড়িতে নিয়ে যায় । এদিকে এ ঘটনার পর ইফামের বন্ধুরা ক্ষুব্ধ হয়ে প্রেমিকার বাড়িতে গিয়ে হামলা চালায় ।

 

সীতাকুণ্ড থানার ওসি মোঃ মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের বকা খেয়ে ছেলেটি নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে আমরা লাশ নিয়ে আসলে তার সহপাঠী ও অভিভাবকরা থানায় এসে ময়না তদন্ত না করার জন্য লিখিত আবেদন করে নিয়ে যায়। পরে বন্ধুরা একটি বাড়িতে হামলা চালায় বলে শুনতে পেয়েছি । কিন্তু এ বিষয়ে এখনো কেউ থানায় অভিযোগ দায়ের করেনি।

Related Articles

Back to top button