Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

প্রাণী সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে মানিকছড়িতে ফিডিং কর্মসূচি উদ্বোধন

মোঃ মোকতাদের হোসেন,মানিকছড়ি ,খাগড়াছড়ি:
প্রাণী সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচী উদ্বোধন করা হয়েছে।

 

১ মার্চ বুধবার সকাল ১০টায় উপজেলার দুর্গম দক্ষিণ হাফছড়ি বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচী উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রক্তিম চৌধুরী। এ সময় উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা (ভা.প্রা.)ডাঃ রনি কুমার দে’র সভাপতিত্বে অনুষ্টিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা তপন কুমার চৌধুরী।

এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক এবং প্রাণী সম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন।

 

প্রাণীসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের দুধ, ডিম প্রদানের মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রাণী লালন পালনে উদ্বুদ্ধকরণে এগিয়ে আসেন উপজেলা প্রাণী সম্পদ বিভাগ। আর এই কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করেন  আল মদিনা ফার্মাসিউটিক্যালস ভেটেরিনারি লিমিটেড সহ বিভিন্ন ভেটেরিনারি মেডিসিন কোম্পানি।

Related Articles

Back to top button