প্রাণী সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে মানিকছড়িতে ফিডিং কর্মসূচি উদ্বোধন
মোঃ মোকতাদের হোসেন,মানিকছড়ি ,খাগড়াছড়ি:
প্রাণী সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচী উদ্বোধন করা হয়েছে।
১ মার্চ বুধবার সকাল ১০টায় উপজেলার দুর্গম দক্ষিণ হাফছড়ি বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচী উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রক্তিম চৌধুরী। এ সময় উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা (ভা.প্রা.)ডাঃ রনি কুমার দে’র সভাপতিত্বে অনুষ্টিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা তপন কুমার চৌধুরী।
এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক এবং প্রাণী সম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন।
প্রাণীসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের দুধ, ডিম প্রদানের মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রাণী লালন পালনে উদ্বুদ্ধকরণে এগিয়ে আসেন উপজেলা প্রাণী সম্পদ বিভাগ। আর এই কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করেন আল মদিনা ফার্মাসিউটিক্যালস ভেটেরিনারি লিমিটেড সহ বিভিন্ন ভেটেরিনারি মেডিসিন কোম্পানি।