প্রয়াত মুক্তিযোদ্ধা সিরাজ মিয়াকে গার্ড অব অনার প্রদান
স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি :
পার্বত্য খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার শনটিলায় প্রয়াত মুক্তিযোদ্ধা সিরাজ মিয়াকে গার্ড অব অনার প্রদানের মাধ্যমে বিদায় জানালেন উপজেলা প্রশাসন।
পানছড়ির শনটিলা গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা মোঃ সিরাজ মিয়া বুধবার দিবাগত রাত ২ টায় তার নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…
৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার দুপুর আড়াইটায় মরহুমের নিজগ্রাম শনটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে পানছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।
এ সময় পানছড়ি উপজেলা নির্বাহি অফিসার মৌমিতা দাশ, থানা অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন ও পানছড়ি থানার পুলিশের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন। গার্ড অফ অনার শেষে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে নিজ গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। দুই স্ত্রী, চার মেয়ে তিন ছেলে ,পুত্রবধূ ,মেয়ের জামাই নাতি-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান তিনি।