প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে পানছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

চেঙ্গী দর্পন প্রতিবেদক,পানছড়ি,খাগড়াছড়ি :
“ ৭১ এর হাতিয়ার-গর্জে উঠুক আরেক বার, ৭৫ এর খুনিদের চক্রান্ত রুখে দাঁড়াও বাংলাদেশ শ্লোগানে “ জেলার পানছড়িতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ।
৪ জুন ২০২২ শনিবার বিকালে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয় হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের হয় । মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মুক্তিযোদ্ধা স্কয়ারে এসে এক প্রতিবাদ সমাবেশে পরিনত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোমিন এর সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ সমির দত্ত চাকমা, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জয়নাথ দেব, সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, দপ্তর সম্পাদক নিখিল চৌধুরী , কিরণ ত্রিপুরা , উপজেলা যুবলীগের সভাপতি আল আমিন, মহিলা লীগের সভানেত্রী সৈয়দা আক্তার,ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহির উদ্দিন, আবাদ মিয়া,নাছির উদ্দীন সহ উপজেলার সকল স্থরের নেতাকর্মী গন এ সময় উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বিএনপি মানুষ হত্যা, জ্বালাও পোড়াও ধ্বংস ও উন্নয়ন বিরোধী রাজনীতি করে। তাদেরকে এদেশের মানুষ কোনদিন ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আনবে না। পানছড়িতে বিএনপি-জামায়াতের কোন নৈরাজ্য করতে দেওয়া হবে না, আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তা মেনে নেবে না।