Breakingঅপরাধশীর্ষ সংবাদসারাদেশ

প্রধানমন্ত্রীকে ফেইসবুকে কটুক্তি ও হত্যার হুমকি দাতাকে গ্রেফতার

চেঙ্গী দর্পন,স্টাফ রিপোর্টার, চাদপুর: ফেইসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি ও হত্যার হুমকির অভিযোগে দায়েরকৃত মামলায় চাঁদপুরের ফরিদগঞ্জে ১ জনকে আটক করেছে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানানো হয়, গত ২৩ জুন ফেইসবুক আইডি ”ফরিদগঞ্জের মাটি”তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে মানহানিকর (কটুক্তি) এবং পদ্মা সেতুর মাঝখানে মাননীয় প্রধানমন্ত্রীকে ক্রসফায়ার দিয়ে হত্যার হুমকি সহ স্ট্যাটাস দিলে পুলিশ সুপারের নির্দেশে ফরিদগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক ভাবে বিলম্ব না করে বিষয়টি প্রাথমিক তদন্ত করে।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম মাহবুবুল বাশার কালু পাটওয়ারীর ছেলে হাজী মাকসুদুল বাশার বাঁধন পাটওয়ারী থানায় অভিযোগ দাখিল করলে তাৎক্ষণিক ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২৯/৩১/৩৫ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়।

পুলিশ সুপার মিলন মাহমুদের নির্দেশনায় ফরিদগঞ্জ থানা পুলিশ মামলার তদন্ত শুরু করে। অভিযুক্ত মূল আসামিকে গ্রেফতারের জন্য ঢাকা ও নারায়ণগঞ্জ সহ বিভিন্ন সম্ভাব্য জায়গায় বিরতিহীন ভাবে অভিযান পরিচালনা করা হয়।

শনিবার (২৫ জুন) ফরিদগঞ্জ থানা পুলিশের তদন্তকারী কর্মকর্তা এসআই নুরুল ইসলাম, এএসআই নাঈম ইসলাম সঙ্গীয় ফোর্সসহ নারায়ণগঞ্জ থেকে গোপন সংবাদের ভিত্তিতে প্রধান আসামি আব্দুল হাই (৩৫) কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আব্দুল হাই চাঁদপুরের ফরিদগঞ্জ মূলপাড়া এলাকার নিলাম বাড়ির হাফেজ আহমেদের ছেলে। আসামীকে জিজ্ঞাসাবাদ শেষে রোববার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Related Articles

Back to top button