Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলশীর্ষ সংবাদসারাদেশ
পূর্ব দমদম মদীনাতুল উলুম ইসলামিক একেডেমী’র শুভ উদ্বোধন
চেঙ্গী দর্পন প্রতিবেদক,, পানছড়ি (খাগড়াছড়ি) : পূর্ব দমদম মাদীনাতুল উলুম ইসলামিক একাডেমী’র শুভ উদ্বোধন হয়েছে।
শুক্রবার (২৫ ডিসেম্বর) পানছড়ির দমদম এলকায় পানছড়ি সাবজোন কমান্ডার ক্যাপ্টেন আহসান হাবীব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ দুলাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ বাহার মিয়া, ৩ নং পানছড়ি সদর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ নাজির হোসেন, সভাপতি হিসেবে ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা মোঃ আনোয়ার হোসেন।