পুলিশের কাছে অভিযোগের ৫ মিনিটে ব্যাগ উদ্ধার

চেঙ্গী দর্পন প্রতিবেদক, শ্রীনগর, মুন্সিগঞ্জ :
শ্রীনগর উপজেলায় ফেলে আসা যাত্রীর ব্যাগ ছনবাড়ী বাসস্ট্যান্ড এলাকা থেকে উদ্ধার করে থানা পুলিশ। রবিবার সকালে শ্রীনগর থানায় মোবাইল ফোনে এক মহিলা অভিযোগ করে বলেন আমার একটি ব্যাগ ভুলে বাসে ফেলে আসছি। ভাই একটু সাহায্য করেন ব্যাগের ভিতর গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট আছে।এ সময় থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ছনবাড়ী বাসস্ট্যান্ড এলাকা থেকে ব্যাগটি উদ্ধার করে।
ডাঃ আনিকা ফাজিলাতুন নাওয়ার বলেন আমার বাসা ঢাকা মোহাম্মদপুর নবদয় হাউজিং,লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আজ আমার জয়েন্টের এর প্রথম দিন। আমার ব্যাগ পাওয়ার আশা ছেড়েই দিয়ে ছিলাম। পুলিশ গুরুত্বের সাথে এত কম সময়ে (৫মিনিটে) আমার ব্যাগটা উদ্ধার করবে ভাবতেই পারি নাই।আসলে পুলিশ জনগণের বন্ধু।
অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন সকাল ১০.১০ ঘটিকায় আমার মোবাইল ফোনে একটি কল আসে,পরিচয় দিয়ে বলেন আমাকে জেলা সদরে যেতে হবে তাড়াহুড়া করে আব্দুল্লাহ পরিবহন থেকে নিমতলা বাসস্ট্যান্ডে নামার সময় ভুলে ব্যাগ ফেলে বাস থেকে নেমে পরি।আমি তৎক্ষনাৎ ছনবাড়ী দায়িত্বে থাকা সাব ইন্সপেক্টর কে ফোন দিয়ে বলি আব্দুল্লাহপুর পরিবহন নামক বাসে একটা ব্যাগ আছে।গাড়িটি তল্লাশি করে ব্যাগ উদ্ধার করতে সক্ষম হই।