পিসিএনপি খাগড়াছড়ি জেলা কমিটি অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছেন
স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি :
নবগঠিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সহ সকল সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মোকতাদের হোসেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্রসমাজের দুই প্রতিনিধিকে অন্তর্বর্তীকালীন সরকারে অন্তর্ভুক্ত করাকে দেশের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা । পাশাপাশি এ সরকারের যৌক্তিক পদক্ষেপ সমূহকে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ তথা পার্বত্য চট্টগ্রামের নির্যাতিত মানুষকে সমর্থন ও সহযোগিতা প্রদান করবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।
সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে Pcnp নেতা এসব কথা বলেন এবং নব্বইয়ের গণঅভ্যুর্ত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের মতো ব্যর্থ হতে দেয়া যাবে না বলে মন্তব্য করেন।
নতুন সরকারের কাছে প্রত্যাশার কথা তুলে ধরে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতা মো. মোকতাদের হোসেন বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের সীমাহীন দুর্নীতি, লুটপাট ও অন্যায়-জুলুমের মাধ্যমে সারাদেশে যে জঞ্জাল সৃষ্টি করেছে তা ধীরে ধীরে পরিস্কার করতে হবে এবং পার্বত্য চট্টগ্রামে যে নিষ্ঠুর দমন-পীড়ন চলেছে তা বন্ধ করে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে।’
বিবৃতিতে তিনি আরও বলেন, ‘এ লক্ষ্যে প্রাথমিক কাজ হবে অবিলম্বে পুরো দেশজুড়ে বাঙ্গালীদের নেয় পার্বত্য তিনজেলার বাঙ্গালীরা যাতে করে ‘অ-উপজাতি’ নামক শব্দের বেড়াজাল থেকে বেরিয়ে বাঙ্গালীদের অস্তিস্ত রক্ষায় এবং পার্বত্য অঞ্চল থেকে ব্রিটিশ আইনের বেরাজাল থেকে পার্বত্য অঞ্চল বাঙ্গালীদের মুক্তি দেযার আহ্বান জানান। জুলাই-আগস্ট ২৪ অভ্যুর্ত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও পার্বত্য চট্টগ্রামে ৩৫ হাজার বাঙ্গালী হত্যাসহ ফ্যাসিস্ট সরকারের জমানায় পরিচালিত সকল হত্যার বিচার ও অপরাধীদের শাস্তি নিশ্চিত এবং ফ্যাসিস্ট সরকারের সহযোগীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা যাতে ভবিষ্যতে এ দেশে আর কোন ফ্যাসিবাদী স্বৈরাচারী শাসন কায়েম হতে না পারে।’