Breakingপার্বত্য অঞ্চলবান্দরবানসারাদেশ

পাহাড়ে সীমান্ত সহ শান্তি সুরক্ষার জন্য কাজ করে যাচ্ছে বিজিবি

চেঙ্গী দর্পন প্রতিবেদক, থানচি , বান্দরবান :
বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ৩৮ ব্যাটালিয়ানের নবাগত অধিনায়ক লেঃ কর্ণেল তৈমুর হাসান খাঁন, পিএসসি, এসি, বলেন, বিজিবি সীমান্ত এলাকার নিরাপত্তার বিষয়ে সচেতনতা বৃদ্ধি, সীমান্ত সড়ক নির্মাণের সুবিধা, জঙ্গী তৎপরতা প্রতিরোধ, সশস্ত্র সন্ত্রাসী/ দুষ্কৃতিকারী/চাঁদাবাজি/অপহরণ প্রতিরোধে আইন-শৃঙ্খলা বাহিনীকে তথ্য প্রদানে সহায়তা, এলাকার উন্নয়ন, সম্প্রদায়িক সুবিধা/অসুবিধা, অর্থকরী ফসলের আবাদ বৃদ্ধি, স্থানীয় দুঃস্থ ও অসহায়দের বিজিবি প্রতিটি বিওপি ক্যাম্প গুলিতে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, ভবিষ্যৎ প্রজন্মকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার ক্ষেত্রে আর্থিক সহযোগিতা প্রদানসহ অন্যান্য বিষয়ে বিজিবি সদস্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। পাহাড়ে পাহাড়ী-বাঙ্গালীদের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এলাকার জনসাধারণের যে কোন ব্যক্তিগত ও পারিবারিক সকল সমস্যা সমাধানের বিজিবি সদস্যদের জানানোর আহবান জানান।

 

৬ নভেম্বর ২০২৩ সোমবার দুপুরে ৩৮ বিজিবি বলিপাড়া ব্যাটালিয়ান সদরে এলাকার গন্যমান্য, জনপ্রতিনিধিদের সাথে গণসংযোগ সভায় উপরোক্ত কথা বলেন।

 

৩৮ বিজিবি বলিপাড়া ব্যাটালিয়ানের সদর দপ্তর এর আয়োজন করেন। সভাপতিত্ব করেন ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল তৈমুর হাসান খাঁন, পিএসসি, এসি, এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বলিপাড়া ইউপি চেয়ারম্যান জিয়াঅং মারমা, সাবেক ইউপি চেয়ারম্যান ক্যসাউ হেডম্যান, থাইক্ষ্যং মৌজা হেডম্যান মংপ্রু মারমা, ইউপি মেম্বার অংসিংম্যা মারমা, স্বজল কর্মকার প্রমূখ।

 

গন সংযোগের শতাধিক গণ্যমাণ্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন পাড়ার হেডম্যান, কারবারী, জনপ্রতিনিধি, বাঙ্গালী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠির স্বতস্ফুর্ত অংশ গ্রহন করেন।

Related Articles

Back to top button