Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

পাহাড়ের পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীকে নারী উদ্যোক্তা তৈরি করতে সুতা ও সেলাই মেশিন বিতরণ

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :  পাহাড়ের পিছিয়ে পড়া ও প্রান্তিক নারীদের আত্মনির্ভরশীল করার লক্ষ্যে রিনাই,রিসা,থামি বুনন,সেলাই করার জন্য বিনামূল্যে অস্বচ্ছল নারীদের মাঝে সুতা ও সেলাই মেশিন বিতরণ করলেন অনলাইন পেজ ’ মাত্রা ’।

 

১১ ডিসেম্বর ২০২৩ সোমবার দুপুরে খাগড়াছড়ি পুলিশ লাইনস স্কুলের হলরুমে অনলাইন পেইজ,’মাত্রা’র উদ্যোগে ১’শ ১৬ জন অসচ্ছল নারীকে এ সব সুতা ও সেলাই বিতরণ করা হয়।

 

পুলিশ লাইন্স হাই স্কুলের সহকারী শিক্ষিকা চস্পা চাকমা’র সঞ্চালনায় ’মাত্রা’র প্রতিষ্ঠাতা সাবেক অধ্যক্ষ প্রফেসর ফেরদৌসি পারভীন বলেন ,” পুঁজির অভাবে অনেক দরিদ্র নারী উদ্যোক্তা হতে পারছে না। পাহাড়ের প্রত্যন্ত গ্রামের অসহায় নারীদের স্বাবলম্বী করতে থামি,পিনন বুননের জন্য বিনামূল্যে এ সব উপকরণ ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

 

এ সময় খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান, পুলিশ সুপার মুক্তা ধর, তৃণমূল উন্নয়ন সংস্থা’র ভাইস চেয়ার পার্সন চামেলী ত্রিপুরা,খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাই স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার নাথ, প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া প্রমূখ সহ উপকার ভোগীগন উপস্থিত ছিলেন।

 

জানা যায়,গত এক বছরে অনলাইন পেজ ’মাত্রা’র পক্ষ থেকে ৪ শতাধিক প্রান্তিক নারীদের বিনামূল্যে সুতা , মোড়া তৈরি উপকরণ ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

Related Articles

Back to top button