Breakingপার্বত্য অঞ্চলবান্দরবানসারাদেশ

পাহাড়ের দুর্গম অঞ্চলও আলোকিত হবে – পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর এমপি

স্টাফ রিপোর্টার ,বান্দরবান :
পাহাড়ে আলো জ্বালাতে ৫ শতাধিক সোলার প্যানেল বিতরণ সহ ২৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর এমপি।

১৫ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলা দৌছড়ি ইউনিয়নের কুরিক্ষ্যং সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বান্দরবান এলজিইডি ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড অর্থায়নে ৯ টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ৫ শতাধিক সোলার প্যানেল , সেলাই মেশিন, শীতের কম্বল ও ছাগল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রসাশক মোহাম্মদ হারুন-আর রশীদ,অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গির , ডা:শেখ সাঈদী, এল জি ই ডি নির্বাহী প্রকৌশলী জিয়াউল হক মজুমদার , পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিট প্রকল্পের নির্বাহী প্রকৌশলী ইয়াছির আরাফাত,উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা, বান্দরবান জেলা পরিষদ সদস্য লক্ষ্মীপদ দাস, মোজাম্মেল হক বাহাদুর, নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ শাহজাহান . ওসি টানটু সাহা, জেলা আওয়ামী লীগের সদস্য মো . আবু তাহের কোম্পানি , তসলিম ইকবাল চৌধুরী,ক্যানুওয়ান চাক,মংহ্লা মার্মা, মুজিবুর রহমান, থোয়াই চিং চাক সহ এলাকার পাহাড়ি-বাঙ্গালী গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

উদ্ভোধন কালে সভায় পাহাড়ের দুর্গম অঞ্চলও আলোকিত হবে বলে মন্তব্য করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ। পাহাড়ের দুর্গম অঞ্চলের প্রতিটি ঘর সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুতের আলোয় আলোকিত করা হবে। পাহাড়ের কোনো গ্রামই অন্ধকার থাকবে না। সরকার পাহাড়ের মানুষের উন্নয়নে অত্যন্ত আন্তরিক। বর্তমান সরকারের আমলে পার্বত্য জনপদ সর্বক্ষেত্রে এগিয়েছে।প্রত্যন্ত অঞ্চলে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানো হয়েছে। বর্তমান সরকারের আমলে শিক্ষা,বাসস্থান, যোগাযোগ, স্বাস্থ্য ও বিদ্যুৎসহ বিভিন্ন খাতে উন্নয়নের জোয়ার বইছে। আর এর সুফল পাচ্ছেন সকলে। বিশেষ করে পাহাড়ীদের কষ্টের কথা চিন্তা করে সরকার এ সব করছে।

 

Related Articles

Back to top button