Breakingকৃষিপার্বত্য অঞ্চলরাঙ্গামাটিশীর্ষ সংবাদসারাদেশ
পাহাড়ি জমিতে কাজু বাদাম ও কফি চাষ নিয়ে প্রশিক্ষন
চেঙ্গী দর্পন ,স্টাফ রিপোর্টার, রাঙামাটি : জেলার নানিয়ারচরে ২২-২৩ অর্থবছরে কাজু বাদাম ও কফি গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় কাজু বাদাম ও কফি চাষ বৃদ্ধির লক্ষে কৃষক-কৃষাণীদের মাঝে প্রশিক্ষণের আয়োজন করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের আয়োজনে রবিবার ৪ আগষ্ট ২০২২ সকালে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মোঃ- ইসহাক উদ্দিনের সভাপতিত্বে দিনব্যাপী ৬০ জন কৃষক-কৃষাণীদের মধ্যে এই প্রশিক্ষণ দেয়া হয়।
প্রশিক্ষনে পাহাড়ে কাজু বাদাম ও কফি চাষ বাড়াতে হবে পাহাড়ি ভূমিতে কাজু বাদাম ও কফি চাষের ব্যাপক সম্ভাবনা, কৃষক-কৃষাণীদের এই চাষে অবগত ও উদ্বুদ্ধ করার লক্ষ্য কাজু ও কফিতে উপকারিতা সাফল্যের বিষয় আলোকপাত করে বক্তব্য দেন বক্তারা।