পার্বত্য চুক্তির রজতজয়ন্তীতে রমজান আলী কে হত্যার প্রতিবাদে সমাবেশ

চেঙ্গী দর্পন প্রতিবেদক ,মানিকছড়ি ,খাগড়াছড়ি :
শান্তিচুক্তি দিবসে বাঙালি হত্যার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ করেছে গুইমারা উপজেলার পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ।
৩রা ডিসেম্বর ২০২২ রবিবার সকালে পার্বত্য অঞ্চলে উপজাতি সন্ত্রাসী কর্তৃক সংগঠিত সকল হত্যাকাণ্ডের বিচারের দাবি জানিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে গুইমারা উপজেলার পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ।
সমাবেশে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় মহাসচিব আলমগীর কবির, অধ্যক্ষ আবু তাহের, ভাইস চেয়ারম্যান আনিসুজ্জামান ডালিম, আব্দুল মজিদ, এস.এম মাসুম রানা, লোকমান হোসেন, মোকতাদের হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, চুক্তির ২৫ বছর পরেও নিরীহ বাঙালির লাশ নিয়ে আন্দোলন সংগ্রাম করতে হচ্ছে।চুক্তির ফলে সন্ত্রাসীদের স্বাভাবিক জীবনে ফিরে আসার কথা থাকলেও তারা তাদের অবস্থান আরো শক্তিশালী করছে। মজুদ করছে অবৈধ অস্ত্র আর গোলা বারুদ। সরকার একে একে চুক্তির ৭২টি ধারা বাস্তবায়ন করে যাচ্ছে। আর, সন্তুলারমা একে খুন করে চলছে বাঙালিদের। চুক্তির শর্তানুযায়ী, শিক্ষা, চাকরি ব্যবসায় অতিরিক্ত সুবিধা নিয়ে অস্ত্রের মজুদ বাড়িয়ে চলছে।
পার্বত্য অঞ্চলে উপজাতি সন্ত্রাসী কর্তৃক সংগঠিত সকল হত্যাকাণ্ডের বিচারের দাবি জানিয়ে বলেন, বিচার না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।