পার্বত্য চট্র্রগ্র্রাম নাগরিক পরিষদের উদ্যোগে পানছড়িতে সাংগঠনিক সভা অনুষ্ঠিত

চেঙ্গী দর্পন প্রতিবেদক,পানছড়ি ,খাগড়াছড়ি : পানছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতি মুলক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় ।
১৩ এপ্রিল ২০২২ বুধবার বিকাল ৪ টায় পানছড়ি ইউনিয়ন পরিষদ হলরুমে মাসুদ রানার সভাপতিত্বে ও পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মোস্তফা কামালের সঞ্চালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদেরর কেন্দ্রীয় সহ- সভাপতি এবং খাগড়াছড়ি জেলা সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক অধ্যক্ষ আবু তাহের।
অন্যান্যদের মধ্যে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের জেলা আহবায়ক কমিটির সদস্য এস এম মাসুম রানা, লোকমান হোসেন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান ও জেলা আহবায়ক কমিটির সদস্য, আনিসুজ্জামান ডালিম, খাগড়াছড়ি পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর ও জেলা আহবায়ক কমিটির সদস্য, ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ, জেলা আহবায়ক কমিটির সদস্য মোক্তাদির হোসেন প্রমুখ সহ পানছড়ি উপজেলার স্থানীয় নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।।




