Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলরাজনীতিসারাদেশ

পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন না করলে “ জনসংহতি সমিত ” র কঠোর কর্মসূচির হুমকি

স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি :
অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্নাঙ্গ বাস্তবায়নের দাবি জানিয়েছে পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা)। অন্যথায় চুক্তি বাস্তবায়নে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুমকি দিয়েছে দলটি। চুক্তির ২৬তম বর্ষপূর্তি উপলক্ষে দুপুরে আয়োজিত সমাবেশে এই হুশিয়ারী দেয়া হয়।

 

২রা ডিসেম্বর ২০২৩ , শনিবার সকালে জেলা সদরের কমলছড়ি হাইস্কুল মাঠে সংগঠনের উপদেষ্টা আরোধ্য পাল খীসার সভাপতিত্ব জনসংহতি সমিতির কেন্দ্রীয় সভাপতি বিমল কান্তি চাকমা, সাধারণ সম্পাদক অংশুমান চাকমা, সাংগঠনিক সম্পাদক সুধাকর ত্রিপুরা, বিশিষ্ট পাহাড়ি নেতা রবি শংকর তালুকদার, গণতান্ত্রিক ইউপিডিএফ এর সাংগঠনিক সম্পাদক অমর চাকমা প্রমূখ বক্তব্য রাখেন।

 

সমাবেশে ভূমি কমিশনের বিচারিক কার্যক্রম চালু, স্থায়ী বাসিন্দাদের নিয়ে পৃথক ভোটার তালিকায় জেলা ও আঞ্চলিক পরিষদের নির্বাচন দেয়া সহ ৬দফা দাবি দাবি জানানো হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে দলীয় নেতা-কর্মীরা অংশ নেন।

Related Articles

Back to top button