পার্বত্য চট্টগ্রামের ধর্মীয় – সামাজিক ও মানবিক প্রেক্ষাপটের মানোন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
পার্বত্য চট্টগ্রামের ধর্মীয়, সামাজিক ও মানবিক প্রেক্ষাপটের মানোন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী অংশী জনদের জন্য সব সময় কাজ করে যাচ্ছে । এর ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
২২ অক্টোবর ২০২৩ রবিবার দুপুরে খাগড়াছড়িতে সেনা রিজিয়নের উদ্যোগে বিভিন্ন পূজা মন্ডপ, চিকিৎসা সেবা বাবদ ও বিভিন্ন সংগঠনকে আর্থিক অনুদান প্রদান কালে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: মোহতাশিম হায়দার চৌধুরী এএফডব্লিউসি, পিএসসি এসব কথা বলেন।
এ সময় ২টি মানবিক সংগঠন, চিকিৎসার জন্য ৬ জন অস্বচ্ছল রোগী ও ১৫টি দুর্গা পূজা মন্ডপের প্রতিনিধিদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ২ লক্ষ ৬৫ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন।
আর্থিক অনুদান প্রদান কালে রিজিয়নের ব্রিগেড মেজর মো: ইমরোজ মুনির, রিজিয়ন স্টাফ অফিসার (জিটুআই) মেজর মো: জাহিদ হাসান সহ সেনা রিজিয়নের অন্যান্য কর্মকর্তারাগন সহ সুবিধাভোগীগন উপস্থিত ছিলেন।