সারাদেশ

পারিবারিক পুষ্টি বাগান থেকে পূরণ হচ্ছে পুষ্টির চাহিদা

স্টাফ রিপোর্টার , নোয়াখালী :
অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় গড়ে ওঠা পারিবারিক পুষ্টি বাগান থেকে পূরণ হচ্ছে পুষ্টির চাহিদা।

 

বৃহস্পতিবার বিকালে নোয়াখালী সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের চুলডগি গ্রামে কৃষক-কৃষাণীদের উঠোন বৈঠকে প্রান্তিক কৃষক-কৃষাণীরা পারিবারিক পুষ্টি বাগানের মাধ্যমে নিজেদের পুষ্টি চাহিদা পূরণের কথা তুলে ধরেন।

 

উঠোন বৈঠকে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোশরেফুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন , সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আখিনূর জাহান নীলা।

 

এতে বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় কালাদরাপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাদাত উল্যাহ সেলিম। এসময় উপসহকারী কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, আনম মোবারক হোসেন, মো. জমির আলী, জহির আহম্মদ, খালিদ হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। উঠোন বৈঠকে অর্ধশতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

 

উঠোন বৈঠকে বক্তারা বলেন, পারিবারিক পুষ্টি বাগান কৃষিতে এক নতুন দিগন্ত। পুষ্টির চাহিদা মেটাতে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় গড়ে ওঠা পুষ্টি বাগানের গুরুত্ব অপরিসীম। এই বাগানে উৎপাদিত শাকসবজি ফসল পরিবারের সদস্যদের পুষ্টির চাহিদা পূরণ করছে, আবার বাড়তি ফসল বিক্রি করে অনেকেই আয়ও করছেন।

 

পরে কৃষক-কৃষাণীদের মাঝে ফলজ গাছের চারা, শাকসবজির বীজ ও পুষ্টি প্লেট বিতরণ করা হয়।

 

একই দিন বিকালে আন্ডারচর ইউনিয়নে ২০২৩-২৪ অর্থ বছরে রাজস্ব খাতের আওয়াতায় বাস্তবায়িত সরিষা প্রদর্শনীর মাঠ দিবস পালন করা হয়। এতে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোশরেফুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন , সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আখিনূর জাহান নীলা। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রকৌশলী আবুল মনছুর আহমেদ, আন্ডার চর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রমুখ।

Related Articles

Back to top button