Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলশীর্ষ সংবাদসারাদেশ

পানছড়ি শান্তিপুর অরণ্য কুটিরে ২২ তম লাভী শ্রেষ্ঠ অহরত সীবলী মহাস্থবির পূজা অনুষ্ঠিত

চেঙ্গী দর্পন প্রতিবেদক,পানছড়ি, খাগড়াছড়ি :
জেলার পানছড়ির শান্তিপুর অরণ্য কুটিরে ২২ তম লাভী শ্রেষ্ঠ অহরত সীবলী মহাস্থবির পূজা অনুষ্ঠিত হয়েছে।

 

২৩ ডিসেম্বর ২০২২ শুক্রবার সকালে ভিক্ষুসংঘ ,শ্রমন সংঘ ও অষ্টশীল পালনকারীদের কে প্রাতঃ পিন্ডদানের মধ্য দিয়ে দিনটির সুচনা হয়। বৌদ্ধ ধর্মীয় বিধি বিধান মেনে বুদ্ধ পূজা, সীবলী পূজা,প্রাণী দান,ধর্মীয় সঙ্গীত টরিবেশন,হাজার প্রদীপদান সহ নানাবিধ দান ও উৎসর্গ,ভিক্ষু সংঘের ধর্মাপদেশ দান,পিন্ডদান ও দুপুরে পায়েস বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এ সময় বিশ্বের সকল প্রাণীর মঙ্গল কামনায়, বর্তমান ও পরকালের হিতসুখ লাভের প্রত্যাশায় কুটিরের ভান্তেগন ,কুটির উন্নয়ন কমিটির সহ সভাপতি অসেতু বিকাশ চাকমা,সাধারণ সম্পাদক সুব্রত চাকমা, সহ উন্নয়ন কমিটির কমলা চরণ চাকমা , স্মৃতিময় চাকমা, বিনয় কান্তি চাকমা, ত্রিরতন চাকমা , তীরনা চাকমা, সঞ্জয় চাকমা, রুপেন চাকমা, নন্টু চাকমা, অর্পতা চাকমা সহ হাজারো উপাসক-উপাসিকাগন উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button