পানছড়ি মহিলা কলেজে নবীন বরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
চেঙ্গী দর্পন প্রতিবেদক,পানছড়ি, খাগড়াছড়ি : পানছড়ি মহিলা কলেজের ২০২১-২০২২ ইং সনের শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির প্রথম ব্যাচের ছাত্রীদের নবীব বরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২ মার্চ ( বুধবার) সকাল ১১ টার সময় জাতীয় পতাকা উত্তোলন ও পানছড়ি মহিলা কলেজ হলরুমে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
পানছড়ি মহিলা কলেজের প্রভাষক জিনিয়া চাকমার সঞ্চালনায় ও অধ্যক্ষ নিউটন চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে পানছড়ি সরকারি ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক ত্রিরতন চাকমা উপস্থিত ছিলেন।অন্যান্যদের মধ্যে উল্টাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম,বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ চাকমা , অনির্বান শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক মিঠুন সাহা,প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, তোমাদের বড় বড় স্বপ্ন দেখতে হবে।ভালোভাবে পড়াশোনা করতে হবে।নিজেদের চেষ্টা ও লক্ষ্য যদি সঠিক থাকে। তাহলে মানুষ অসাধ্যকেও সাধন করতে পারে।দীপা নন্দী যদি শারিরীক প্রতিবন্ধী হয়েও এবার পানছড়ি সরকারি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ অর্জন করতে পারে। তাহলে তোমরাও পারবে।