Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলশীর্ষ সংবাদসারাদেশ

পানছড়ি ইউপি-র পুষ্টি বিষয়ক বাজেট বিশ্লেষণ সভা অনুষ্ঠিত

চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি,খাগড়াছড়ি : লিডার শিপ টু এনশিউর এড ই কুয়েট নিউট্রিশান প্রকল্পের সহযোগীতায় খাগড়াছড়ি জেলার পানছড়ি ইউনিয়ন পরিষদের পুষ্টি বিষয়ক বাৎসরিক বাজেট বিশ্লেষণ সভা অনুষ্ঠিত হয়েছে।


১৪ নভেম্বর ২০২১ রবিবার সকালে পানছড়ি ইউনিয়ন পরিষদের হলরুমে সদর ইউপি চেয়ারম্যান নাজির হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে লিডারশিপ টু এনশিউর এড ই কুয়েট নিউট্রিশান (লীন) প্রকল্পের পানছড়ি উপজেলা কো অর্ডিনেটর ডরোথী চাকমা,পানছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদুজ্জামান অলি, ইউপি সদস্য আব্দুল জব্বার, ইউপি মহিলা সদস্যাগন, ইউনিয়ন এমএসপি সদস্যগহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।


সভায় ইউনিয়ন পরিষদের আগামী অর্থ বছরের পুষ্টি বিষয়ক বাৎসরিক বাজেট নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করা হয়।

Related Articles

Back to top button