Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

পানছড়িতে ৮ম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে তিন সংগঠনের বিক্ষোভ মিছিল

চেঙ্গী দর্পন প্রতিবেদক,পানছড়ি,খাগড়াছড়ি :
পানছড়িতে ৮ম শ্রেণীতে পড়ুয়া এক পাহাড়ি ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণকারী জুনি বড়ুয়া , কাজল বড়ুয়া ও মো:সাকিব মিলে ধর্ষণের ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে পাহাড়ের তিন সংগঠনের নেতা কর্মীরা।

 

৭ মার্চ ২০২৩ মঙ্গলবার দুপুরে চেঙ্গীর মুনিপুর মন্দির গেইট হতে বড়কলক হয়ে পুনরায় মুনিপুর এলাকায়  পাহাড়ি ছাত্র পরিষদ,গণতান্ত্রিক যুব ফোরাম,পার্বত্য চট্রগ্রাম নারী সংঘ পানছড়ি উপজেলা শাখা সমাবেশ করে।

গণতান্ত্রিক যুব ফোরাম পানছড়ি উপজেলা সাধারণ সম্পাদক রিপন ত্রিপুরা সঞ্চালনায় ও এস মঙ্গল চাকমা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরাম কেন্দ্রীয় কমিটি যুগ্ন সাধারণ সম্পাদক বরুণ চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুনিল চাকমা,পার্বত্য চট্রগ্রাম নারী সংঘ পানছড়ি উপজেলা অর্থ সম্পাদক সাবিনা চাকমা প্রমূখ।

বক্তারা বলেন,দেশে শোষণ নীপিড়ন নারী ধর্ষণ ভূমি বেদখল অন্যায় ভাবে ধরপাকড়, প্রতিনিয়তই হচ্ছে। পার্বত্য চট্রগ্রাম সহ সারা বাংলাদেশে ধর্ষণকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাই। নারী নির্যাতন প্রতিনিয়ত করা হচ্ছে।নারীদের কোথাও নিরাপদ নয়, নিরাপত্তার নামে যারা নিয়োজিত তাদের কর্তৃক ও আমাদের মা-বোনরা ধর্ষিত হচ্ছে অবিলম্বে ধর্ষকদের আইনের আওতাই এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করছি।

Related Articles

Back to top button