Breakingখাগড়াছড়িচট্টগ্রাম অঞ্চলপার্বত্য অঞ্চলশীর্ষ সংবাদসারাদেশ

পানছড়িতে ৫১তম জাতীয় সমবায় দিবস ২০২২ অনুষ্ঠিত

চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি,খাগড়াছড়ি :“ বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন ’’ শ্লোগানে জেলার পানছড়িতে সমবায় অধিদপ্তর, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের উদ্যোগে ৫১তম জাতীয় সমবায় দিবস ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

৫ নভেম্বর ২০২২ শনিবার সকালে র‍্যালি ও উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহি অফিসার রুবাইয়া আফরোজ, মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনচারুল করিম, উপজেলা প্রকৌশলী আব্দুল খালেক, সমবায় অফিসার সংগিতা ভৌমিক, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা বড়ুয়া , উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জয়নাথ দেব সহ বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভার সমাপনীতে ২০২২ শ্রেষ্ঠ সমবায়ী মোঃ হেলাল উদ্দিন , পানছড়ি উপজেলা গ্রাম পুলিশ সমবায় সমিতি লিঃ , মো. ইব্রাহিম শ্রেষ্ঠ সমবায় সমিতি চেঙ্গী উপবন ঋনদান সমবায় সমিতি লিঃ ,মো আমজাত হোসেন পানছড়ি অটো( সিএনজি )মালিক চালক সমবায় সমিতি লিঃ কে ক্রেস ও সনদ প্রদান করা হয় ।

Related Articles

Back to top button