Breakingখাগড়াছড়িখেলাধুলাপার্বত্য অঞ্চলসারাদেশ

পানছড়িতে স্বাধীনতা দিবস উপলক্ষে টি-টুয়েলভ ক্রিকেট টুর্নামেন্টের উদ্ভোধন

চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি ,খাগড়াছড়ি :
পানছড়ি উপজেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে টি-টুয়েলব ক্রিকেট টুর্নামেন্ট শুভ উদ্বোধন করা হয়েছে।

৬ মার্চ ২০২৩ সোমবার পানছড়ি উপজেলা মাঠে উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ এর শুভ উদ্বোধন করেন ।অন্যান্যদের মধ্যে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হারুনুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাংবাদিক শাহজাহান কবির সাজু সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 

ক্রিকেট টুর্নামেন্টেটি নক আউট পর্বে পানছড়ি উপজেলা বিভিন্ন এলাকা থেকে ১৫ দল উপজেলা ছাত্রলীগ, মোহম্মদপুর একাদশ , বড় ছদক ক্লাব,ওল্ড সার্কল পানছড়ি, মোল্লাপাড়া জুনিয়র ,এ টিপি সুপার , মোহাম্মদ পুর  জুনিয়র,লোগাং একাদশ, মোহাম্মদপুর ইয়াং ক্লাব, সর্বহারা একাদশ, কলোনী পাড়া একাদশ, ইয়াং পাওয়ার, পাইলট ফার্ম বন্ধু একাদশ , ফাতেমা নগর একাদশ অংশ গ্রহন করেছে।

উদ্বোধনী ম্যাচে উপজেলা ছাত্রলীগ বনাম মোহম্মদপুর একাদশ অংশ গ্রহন করে। অংশ গ্রহন করবে।

Related Articles

Back to top button