পানছড়িতে স্ত্রীর সাথে অভিমান করে আত্মহত্যা
চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি, খাগড়াছড়ি :
জেলা্র পানছড়ির উল্টাছড়ি ইউনিয়নের মধ্যনগর গ্রামের এক অটো রিক্সা মেকানিক স্ত্রীর সাথে ঝগড়া করে ফাঁসিতে ঝুলে আত্নতহ্যা করেছে বলে জানা যায়।
৩ মে ২০২৩ বুধবার সকাল ৭ টার দিকে এঘটনা জানাজানি হয়। ৫নং উল্টাছড়ি ইউপি চেয়ারম্যান মোঃ আহির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মৃত ব্যাক্তি মোঃ নুরুল হক এর ছেলে মোঃ ফরিদ (৩৫)। নিহত ব্যক্তি দুই সন্তানের জনক তার ছেলের মোঃ তানভির (৯) মেয়ে মোছাঃ মৌসমী (৪) রয়েছে।
নিহতের পিতা মোঃ নুরুল হক বলেন, আমার ছেলে এবং ছেলের বৌ মোছাঃ তাছলিমা খাতুন ঝগড়া করে এবং বৌ গতকাল ঘরে ছিলো না। এ সুযোগে আমার ছেলে তার স্ত্রীর সাথে অভিমান করে ফাঁসি দিয়ে মারা যায়। সকাল ৭টার দিকে আমার নাতি তানভির ঘরে গেলে দেখতে পায় ফরিদ ফাঁসিতে ঝুলছে। তার আত্মচিৎকারে আমরা ছুটে আসি।
পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুনুর রশিদ বলেন, ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট এলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।