পানছড়িতে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা
চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি, খাগড়াছড়ি : জেলার পানছড়ি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
১৯ অক্টোবর ২০২১ মঙ্গলবার বিকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে শান্তি শোভা যাত্রাটি শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা স্কয়ারে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সম্প্রীতি সমাবেশে বক্তারা বলেন, কুমিল্লার ঘটনাকে পুঁজি করে দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন। তারা মনে করেন, মুক্তিযুদ্ধ বিরোধী ও ১৫ আগস্টের ঘটনার সঙ্গে জড়িতরা দেশে এ অরাজকতা সৃষ্টি করেছে। একই সঙ্গে তারা সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার মাধ্যমে সন্ত্রাস প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দূল মোমিন, সহ সভাপতি নুর মোহাম্মদ,সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব , সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন , মো. হারুন, মো.নজরুল ইসলাম মোমিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।