পানছড়িতে সপ্তাহ ব্যাপী ভূমি সেবা সপ্তাহ শুরু

চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি,খাগড়াছড়ি :
কোন নগদ লেনদেন ছাড়াই সম্পূর্ণ অনলাইন ভিত্তিক সেবা নিশ্চিতে খাগড়াছড়ির পানছড়িতে ২২ থেকে ২৮ মে পর্যন্ত সপ্তাহব্যাপী ভূমিসেবা সপ্তাহ শুরু হয়েছে।
২২ মে ২০২৩ সোমবার সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন মহিলা সাংসদ মিজ বাসন্তী চাকমা এমপি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলা নির্বাহি অফিসার রুবাইয়া আফরোজ, জাতীয় মহিলা সংস্থা খাগড়াছড়ি জেলার শাখার চেয়ারম্যান নিগার সুলতানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সমাপন চাকমা, বিভিন্ন দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
উদ্বোধনী সভায় বক্তারা বলেন, ভূমি সপ্তাহের এ সেবা উপজেলা ভূমি অফিসে ১টি স্টলের মাধ্যমে প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এখান থেকে ভূমি সেবা প্রত্যাশিরা অনলাইনের মাধ্যমে ভূমি উন্নয়ন কর, ই—নামজারি, খতিয়ান, জমির ম্যাপ, জলমহলের আবেদ, ভূমি বিষয়ক অভিযোগ সহ সকল ধরনের সেবা গ্রহণ করতে পারবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ বলেন, সকরকারের ডিজিটালাইজেশনের অন্যতম হচ্ছে ভূমি সেবা ডিজিটালাইজেশন। এর ফলে কোন নগদ লেন—দেন ছাড়াই ভূমিসেবা গ্রহীতারা কোন সময় ক্ষেপন ছাড়া ও হয়রানি মুক্তভাবে ভূমি অফিস থেকে স্বচ্ছন্দে সেবা নিতে পারছেন। আমরা আশা করছি সময়ের ব্যবধানে স্ব—শরীরে উপস্থিত না হয়েও অনলাইনের মাধ্যমে বিভিন্ন সরকারি সেবা গ্রহণ করতে পারবেন। এতে করে সময় সাশ্রয়ের পাশাপাশি সাধারণ নাগরিকদের অর্থ ব্যয়ও অনেক কমে আসবে।